এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে ভীমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামছুর গাজী ওই গ্রামের মৃত এন্তাজ আলী গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সামছুর গাজী দীর্ঘদিন ধরে পায়ে ব্যথায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি গ্রামের পাশে একটি সেজি গাছ থেকে আঠা আনতে বাগানে যান। স্থানীয়ভাবে ধারণা করা হয়, সেজি গাছের আঠা পায়ে লাগালে ব্যথা উপশম হয়। কিন্তু গাছের গায়ে হাত দিতেই হঠাৎ ভীমরুলের একটি বড় চাক থেকে অসংখ্য ভীমরুল বেরিয়ে এসে তার শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। মুহূর্তেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং একজন গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হন। গ্রাম্য ডাক্তার তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবার বিষয়টিকে ততটা গুরুত্ব না দিয়ে একদিন পর শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মারা যান।
কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :