ভামিয়া ওয়াপদা পয়েন্টে স্লুইসগেট অকেজো হওয়ায় বিকল্প পানি সরবরাহে সাইট পরিদর্শন


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
ভামিয়া ওয়াপদা পয়েন্টে স্লুইসগেট অকেজো হওয়ায় বিকল্প পানি সরবরাহে সাইট পরিদর্শন

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাঁচফোকর এলাকার ভামিয়া ওয়াপদা পয়েন্টে কারিতাস নির্মিত ভাঙনগ্রস্ত স্লুইসগেটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে কোটি টাকার চিংড়ি ও কাঁকড়া প্রকল্প হুমকির মুখে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পানি সরবরাহের পয়েন্ট নির্ধারণে আয়োজিত সাইট পরিদর্শনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা।

সাইট পরিদর্শনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) উপসহকারী প্রকৌশলী (এসডিই), বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, “উপকূলীয় অঞ্চলের জীবিকা ও পরিবেশ রক্ষায় পানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লুইসগেট বন্ধ থাকায় যেসব প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের সুরক্ষায়  বিকল্প ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী।”

ইউএনও মহোদয় বলেন, “স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা অনুযায়ী বিকল্প পানি প্রবাহের স্থান নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

পরিদর্শনকালে এলাকাবাসী তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর ও টেকসই সমাধানের দাবি জানান।