মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি
প্রতিপক্ষের হামলায় রংপুর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। আজ (রবিবার) সকাল ১০ টায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ ও তার এলাকাবাসী।
মানববন্ধনের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন, সাইদুল ইসলাম মাস্টার। তিনি বলেন, আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশে আমার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কতিপয় ভূমিদস্যু দ্বারা হামলার স্বীকার হয়ে আজ মৃত্যুর মুখে। আমি চাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
মানববন্ধনে আহত মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের স্ত্রী পারুল বেগম বলেন, ভূমিদস্যু আবু বকর ও থাই জুয়াড়ি সহধর বিপুল, মুকুল, শাবুল ও অন্যরা ১৪৪/১৪৫ ধারা উপেক্ষা করে আমার স্বামীর উপর হামলা চালিয়ে – তাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে; আমার স্বামী ব্রেন ইনজুরি, বুকে আঘাত নিয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। আসামিরা আইনের তোয়াক্কা না করে এখনোও নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ও থানায় অভিযোগের এজাহার সূত্রে জানা যায় – বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বসতবাড়িতে দেওয়াল নির্মাণ করতে গেলে অভিযুক্তরা হুমকি ধমকি দেয়। তখন উক্ত জমিতে গত ১৯ মে ১৪৪/৪৫ ধারা আরোপ করা হয়। কিন্তু গত বুধবার (২৮/০৫/২০২৫) অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে মাপযোগ করে সীমানা পিলার দিতে গেলে বীর মুক্তিযোদ্ধা তাদের নিষেধ করতে যায়। তখন অভিযুক্তরা তার উপর আক্রমণ করে মারাত্মক আহত করে। প্রতিবেশী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, ও পরবর্তীতে রংপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন বাসায় রিলিজ দেওয়া হয়। কিন্তু বাসায় আসার পর আবার অসুস্থ হয়ে পড়লে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরদিন সকালে রোগীর রক্তবমি, শ্বাসকষ্ট সহ নানা জটিল উপসর্গ দেখা দেয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ব্রেন ইনজুরি সাসপেক্ট করে দ্রুত রংপুর মেডিকেলে রেফার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার রংপুর মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এই বিষয়ে কিশোরগঞ্জ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুন ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :