মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ২৮ এপ্রিল’২০২৫ সোমবার ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ খাইরুল ইসলাম (৫০) এর নিজ বসতবাড়ি তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫ বোতল এমকেডিল সহ তাকে আটক করা হয়েছে।
আটকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫ বোতল এমকেডিল-এর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা দেখানো হয়েছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(খ) ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ নাজির উল্লাহ।
আপনার মতামত লিখুন :