ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দিনাজপুরে দুইদিন ব্যাপী আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দিনাজপুরে দুইদিন ব্যাপী আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল সোমবার শহরের মাতাসাগরস্থ লালুপাড়া পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং পিসিভি প্রকল্পের আওতায় শিশুশ্রম পরিবারের নারী সদস্যদের নিয়ে দুইদিনব্যাপী আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজের সার্বিক তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয় প্রশিক্ষণ দিতে গিয়ে জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া বলেন, সঠিকভাবে গাভী পালনের মাধ্যমে যেমন নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাবে অপরদিকে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে গাভী পালনে আধুনিক পদ্ধতির সঠিক ব্যবহার করে একটি গাভীকে দিয়ে অনেকগুলো গাভী পালন করা সম্ভব হবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ বলেন, এই গাভী পালন প্রশিক্ষণে শিশুশ্রম পরিবারে ৪৪জন উপকারভোগী সদস্য প্রশিক্ষণ পেলে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার তাদেরকে বিনামূল্যে গাভী প্রধান করা হবে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন এই প্রকল্পের মাধ্যমি ৫টি শর্ত সাপেক্ষে শিশুশ্রম পরিবারের সদস্যদের সহযোগিতা করছে। তা হলো: শিশুশ্রম করানো থেকে তাদের সন্তানকে বিরত রাখতে হবে, বাল্য বিবাহ দেওয়া যাবে না, মাদকদ্রব্য নেশা সেবন করা যাবে না বা মাদক ব্যবসার সাথে কেউ জড়িত যেন না থাকে এবং নিজেদের পরিবারে ঝগড়া বিবাদ বা আলাদা হওয়া যাবে না যা শিশুর মানসিকতার বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।