তোতা পাখির ঠোঁটে || তাছলিমা আক্তার মুক্তা 


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
তোতা পাখির ঠোঁটে || তাছলিমা আক্তার মুক্তা 

তোতা পাখির বাঁকা ঠোঁটে

মেহেদী দিলো কারা ?

তাদের নামে মামলা হবে

একটু খানি দাঁড়া ।

কেমন করে তোতা পাখি

কামরাঙা খাবে মুখে ,

পাকা পাকা কামরাঙা দেখে

কষ্ট আঁকে বুকে ।

বুলবুলিটা দারুণ খুশি

মেহেদী পড়েছে লেজে ,

পাকা পাকা খেজুর খাবে

আলতা চুরিতে সেজে ।

দুধের মতো সাদা বক

গলা বাড়িয়ে বলে ,

কাকের মতো কালো হলে

জীবন কি আর চলে ।

মিষ্টি সুরে গান শুনিয়ে

কোকিল এসে কয় ,

সবাই থাকবো মিলেমিশে

হিংসা রাখলে হয় !