শ্যামনগরে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
শ্যামনগরে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব দেদারুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইউএনও মহোদয়কে সম্মানসূচক উপহার হিসেবে ইসলামিক গ্রন্থ ও জায়নামাজ প্রদান করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এস এম মোস্তফা আল মামুন মনির (হাজী মনির), ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, সাবেক সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়জুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ হা-মীম নাজিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নবাগত ইউএনও মহোদয়কে শ্যামনগরে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং উপজেলার উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।