
হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দেদারুল ইসলাম এর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সুন্দরবন প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকরা শ্যামনগর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা তাঁদের বক্তব্যে মাদক সমস্যা, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, ভেড়িবাঁধ ভাঙন, জলাবদ্ধতা, যানজট, নিরাপদ খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবার দুরবস্থা, শিক্ষা খাতের চ্যালেঞ্জ, বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
ইউএনও দেদারুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং শ্যামনগরকে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। সবাই মিলে কাজ করলে শ্যামনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভা শেষে ইউএনও মহোদয় সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :