শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি

মো. রাকিবুল্লাহ সোহাগ, শ্যামনগর, সাতক্ষীরা:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় শ্যামনগর ট্রাক টার্মিনাল থেকে ব্যানার হাতে নিয়ে এক বিশাল র‍্যালি বের হয়।

 

শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হাসানের নেতৃত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শত শত যুবক।

 

র‍্যালির বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঢোল-তবলার বাদ্য, যা পুরো শ্যামনগর শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। রঙিন পোশাক , ব্যানার ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

র‍্যালি শেষে এক আলোচনা সভায় বক্তারা বলেন,

 

“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় দেশের সংকটে জনগণের পাশে থেকেছে।”

 

বক্তারা আরও বলেন,

 

“যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি যুব সমাজকে দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পথে পরিচালিত করার একটি আদর্শিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষায় অবিচল থেকেছে।”

 

অনুষ্ঠানে যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন, এবং দেশ ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

 

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দলটি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

শ্যামনগরে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।