ফিংড়ীতে মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
ফিংড়ীতে মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯ অক্টোবর) বাদ আসর ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জুম্মান আলী।

 

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন,

“আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী শক্তিকে সংসদে পাঠাতে হলে সাতক্ষীরার প্রত্যেক প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

সর্বশেষ সদর উপজেলা টিম সদস্য ও ফিংড়ী ইউনিয়নের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকীর দোয়ার মাধ্যমে পথসভাটি শেষ হয়।