ইশ্বরীপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
ইশ্বরীপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

 

ইশ্বরীপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ জুলাই শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ ইমাম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইশ্বরীপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি বিল্লাহ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজের বিপুল অংশগ্রহণে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি হয়।